মো: হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের মুকসাইর ও লক্ষীপুর মৌজার সিদ্ধেশ্বরী পশ্চিম এবং কাজিয়াতল পূর্ব মাঠের ৩ ফসলী রবি শষ্যের দেড় হাজার বিঘা জমিতে একটি স্বার্থান্বেষী মহল মৎস্য চাষ প্রকল্প করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। উক্ত ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার সন্ধ্যায় সিদ্ধেশ্বরী উত্তর পাড়া ঈদগাঁহ মাঠে শত শত কৃষকের এক প্রতিবাদ সভা সমাজ সেবক মফিজুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্যা পারুল আক্তার, মুকসাইর গ্রামের জব্বর আলী, জিলানী সরকার, পরমতলা গ্রামের আব্দুল খালেক, ইয়াছিন সরকার, সিদ্ধেশ্বরী গ্রামের সুরেশ সরকার, মনিরুল ইসলাম, শাহীন সরকার ও কাজিয়াতল গ্রামের আব্দুল খালেক প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, প্রতি বছর উক্ত মাঠ থেকে হাজার হাজার টন আলু, গম, মাসকলাই, ধনিয়া, মরিচ, পেয়াজ, রসুন, আদা, শরীষা ও বিভিন্ন জাতের ধান উৎপাদিত করে দেশের খাদ্যের চাহিদা মেটায়। ফলে উক্ত ৩ ফসলী এ জমি গুলোতে মৎস্য চাষের নামে ১ ফসলী জমিতে শুধুমাত্র ইরি ধান আবাদ করলে দেশে বিভিন্ন প্রকার খাদ্য ঘাটতি দেখা দিবে। তারা কৃষকদের বিষয়টি বিবেচনায় রেখে এ ব্যাপারে সরকারের কৃষি মন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS